এবার দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভরি প্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। সবচেয়ে ভালোমানের সোনা ভরি কিনতে দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা করা হয়েছে।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৯৮৩ টাকা।
বিশ্বের মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ। যেখানে সোনার দামে নতুন রেকর্ড গড়লো। তবে জুয়েলারি সমিতি বলছে ঈদের আগেই সোনার দম কমবে।
 
																			 Reporter Name
																Reporter Name								 























