ঢাকা 5:06 am, Friday, 22 August 2025

রাজারগাঁও ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন বিএনপির সভাপতি মফিজুর রহমান

  • Reporter Name
  • Update Time : 08:53:21 pm, Saturday, 9 March 2024
  • 9 Time View

মো. মফিজুর রহমান। ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নিবাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান।

শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে তিনি বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রফিক পাটোওয়ারী আনারস প্রতীকে ৩ হাজার ৪৭ ভোট পেয়েছেন। মো. মফিজুর রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নির্বাচনে ১১জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদার টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫৬ ভোট, মোহাম্মদ আক্তার হোসেন দুটি পাতা প্রতীকে ৫৩ ভোট, মো. আনোয়ার হোসেন অটোরিক্সা প্রতীকে ২২ ভোট, মো. আবুল কালাম টেলিফোন প্রতীকে ২৭ ভোট, মো. মনির হোসেন পাটওয়ারী ঢোল প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট, মো. রফিকুল ইসলাম চশমা প্রতীকে ৯২১ ভোট, মো. শাহজাহান মিয়া মোটর সাইকেল প্রতীকে ৪৫৪ ভোট, মো. সিদ্দিকুর রহমান রজনীগন্ধা প্রতীকে ৯৬৫ ভোট ও হাজী মো. আবুল কালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট।

জানা গেছে, নির্বাচনে ২১ হাজার ৪২৪ ভোটের মধ্য ১১ হাজার ৫৫ ভোট কাস্ট হয়। এর মধ্যে ১৪৩ ভোট বাতিল ও ১০ হাজার ৯১২ ভোট বৈধ হয়। এদিন ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বেসরকারিভাবে মো. মফিজুর রহমানকে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন

উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া মৃত্যুবরণ করেন। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল হাদী মিয়া তৃতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামায়াতের শর্ত না মানলে এবারও নির্বাচন হবে না : হামিদুর রহমান

রাজারগাঁও ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন বিএনপির সভাপতি মফিজুর রহমান

Update Time : 08:53:21 pm, Saturday, 9 March 2024

চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নিবাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান।

শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে তিনি বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রফিক পাটোওয়ারী আনারস প্রতীকে ৩ হাজার ৪৭ ভোট পেয়েছেন। মো. মফিজুর রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নির্বাচনে ১১জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদার টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫৬ ভোট, মোহাম্মদ আক্তার হোসেন দুটি পাতা প্রতীকে ৫৩ ভোট, মো. আনোয়ার হোসেন অটোরিক্সা প্রতীকে ২২ ভোট, মো. আবুল কালাম টেলিফোন প্রতীকে ২৭ ভোট, মো. মনির হোসেন পাটওয়ারী ঢোল প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট, মো. রফিকুল ইসলাম চশমা প্রতীকে ৯২১ ভোট, মো. শাহজাহান মিয়া মোটর সাইকেল প্রতীকে ৪৫৪ ভোট, মো. সিদ্দিকুর রহমান রজনীগন্ধা প্রতীকে ৯৬৫ ভোট ও হাজী মো. আবুল কালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট।

জানা গেছে, নির্বাচনে ২১ হাজার ৪২৪ ভোটের মধ্য ১১ হাজার ৫৫ ভোট কাস্ট হয়। এর মধ্যে ১৪৩ ভোট বাতিল ও ১০ হাজার ৯১২ ভোট বৈধ হয়। এদিন ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বেসরকারিভাবে মো. মফিজুর রহমানকে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন

উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া মৃত্যুবরণ করেন। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল হাদী মিয়া তৃতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।