অনলাইন নিউজ ডেস্ক :
রান্নার কাজের জন্য ঘরের মাছা থেকে পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে আল্লাদী বেগম (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের পাশবর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় আহত অবস্থায় ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আল্লাদী বেগম তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দির গোলাম হোসেনের স্ত্রী।
ওই নারীর নিকটাআত্মীয় মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাছায় পাট খড়ি নামাতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হয়। বাড়ী থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর এক কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
 
																			 Reporter Name
																Reporter Name								 

























