চাঁদপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাটে যানবাহন পারাপার নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান। বৃহস্পতিবার (২১ মার্র্চ) দুপুরে তিনি চাঁদপুর সদর উপজেলার হানাচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
এই দিন তিনি পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী শরীয়তপুরে নরসিংহপুর ফেরি পার হয়ে হরিনা ফেরিঘাটে আসেন। পরে হরিণা ফেরিঘাট বিআইডব্লিউটিসি (বাণিজ্যিক) কার্যালয় পরিদর্শন করেন। এসময় দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারিদের তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) কাজি ওয়াসিফ আহমদ, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী।
এ সময় হরিনা ফেরিঘাট এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরীসহ ফেরিঘাটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর মতিউর রহমান পাশবর্তী লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ফেরিঘাট পরিদর্শনের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।