ঢাকা 5:50 pm, Thursday, 21 August 2025

লুটপাট করে খাওয়ার সুযোগ কাউকে দেয়া হবেনা-মেজর রফিক

  • Reporter Name
  • Update Time : 11:11:26 pm, Tuesday, 26 March 2024
  • 20 Time View

ছবি-ত্রিনদী

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে, মুক্তিযুদ্ধারা এ দেশ স্বাধীন করেছে, আপনাদের কেউ হারাতে পারবেনা বলে মন্তব্য করেছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার বলেন, মার্চ মাস। উত্তাল যুদ্ধের মাস। মুক্তিযুদ্ধরা এ দেশের জন্য যুদ্ধ করেছে, কোন কিছু পাওয়ার জন্য নয়। তারা নিজের তাজা রক্ত দেশের জন্য বিলিয়ে দিয়েছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

তিনি বলেন, সারা দেশে যেমন যুদ্ধ হয়েছে, হাজীগঞ্জের লাউকরা এবং নাসিরকোটেও সম্মুখ যুদ্ধ হয়েছে। সেখানে যুদ্ধে অনেক মুক্তিযুদ্ধা শহীদ হয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নত বিশে^ পরিণত হয়েছে।

প্রধান অতিথি বলেন, লুটপাট করে খাওয়ার সুযোগ কাউকে দেয়া হবেনা। প্রত্যেক এলাকায় সুষম উন্নয়ন করা হবে। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে কাজ করে নৌকা বিজয়ী করেছেন, তারা আমার তৃণমুলের কর্মী। এলাকার উন্নয়ণে তাদের সাথে পরামর্শ করেই করা হবে।

জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও মো. আবু তাহের, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. সেলিম মিয়া, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, অধ্যাপক মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সুমন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব প্রমুখ।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, যুবলীগের সাবেক নেতা গাজী বিল্লাল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

লুটপাট করে খাওয়ার সুযোগ কাউকে দেয়া হবেনা-মেজর রফিক

Update Time : 11:11:26 pm, Tuesday, 26 March 2024

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে, মুক্তিযুদ্ধারা এ দেশ স্বাধীন করেছে, আপনাদের কেউ হারাতে পারবেনা বলে মন্তব্য করেছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার বলেন, মার্চ মাস। উত্তাল যুদ্ধের মাস। মুক্তিযুদ্ধরা এ দেশের জন্য যুদ্ধ করেছে, কোন কিছু পাওয়ার জন্য নয়। তারা নিজের তাজা রক্ত দেশের জন্য বিলিয়ে দিয়েছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

তিনি বলেন, সারা দেশে যেমন যুদ্ধ হয়েছে, হাজীগঞ্জের লাউকরা এবং নাসিরকোটেও সম্মুখ যুদ্ধ হয়েছে। সেখানে যুদ্ধে অনেক মুক্তিযুদ্ধা শহীদ হয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নত বিশে^ পরিণত হয়েছে।

প্রধান অতিথি বলেন, লুটপাট করে খাওয়ার সুযোগ কাউকে দেয়া হবেনা। প্রত্যেক এলাকায় সুষম উন্নয়ন করা হবে। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে কাজ করে নৌকা বিজয়ী করেছেন, তারা আমার তৃণমুলের কর্মী। এলাকার উন্নয়ণে তাদের সাথে পরামর্শ করেই করা হবে।

জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও মো. আবু তাহের, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. সেলিম মিয়া, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, অধ্যাপক মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সুমন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব প্রমুখ।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, যুবলীগের সাবেক নেতা গাজী বিল্লাল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।