ঢাকা 12:23 pm, Thursday, 21 August 2025

ফরিদগঞ্জেফরিদগঞ্জে জুয়ার বোর্ড থেকে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ আটক-৫

  • Reporter Name
  • Update Time : 03:01:52 pm, Saturday, 30 March 2024
  • 9 Time View

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যসহ জুয়া খেলা থেকে ৫ জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২৯ মার্চ দিবাগত রাত প্রায় ১১টার দিকে জুয়া খেলা অবস্থায় আটক করে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজী ও এসআই আনোয়ার হোসেসহ সঙ্গীয় ফোর্স।

জানা যায়, উপজেলার দঃ কড়ৈতলী আনন্দ বাজার নিকট থেকে জুয়া খেলা অবস্থায় এই ৫ জনকে আটক করে পুলিশ, আটককৃতরা হলেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী হায়দার উজ্জল পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়েম, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের সাহাপুর এলকার যুবলীগ নেতা রিয়াদ হোসেন, দক্ষিণ কড়ৈতলীর আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, ফরিদ রাঢ়ী।

স্থানীয় সাধারণ মানুষ বলেন, দিন দিন আমাদের এই দিকে নেশাগ্রস্ত ও জুয়া খেলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে করে আমরা আমাদের স্ত্রী, ছেলে সন্তানরা আতংকে থাকে। দিনে রাতে চলাচলেও ভয় পায়। এরা এলাকাটা নষ্ট করে ফেলতেছে, সাধারণ মানুষ সমস্যায় পড়লে ইউপি সদস্য ও কাউন্সিলরের কাছে যেতো, আর তারাই এখন জুয়ারমত অপরাধের সাথে জড়িত, এটা খুবই দঃখ জনক ও লজ্জা জনক।

 

ফরিদগঞ্জ থানার অফির ইনচার্জ মো. সাঈদুল ইসলাম বলেন, এঅভিযান আমাদের নিয়মিত অভিযানের মধ্যে একটি, অভিযান চলাকালীন সময় এসকল অপরাধের সাথে যেকোন মানুষ যুক্ত থাকলেই তাকে আমরা আইনের আওতায় আনবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জেফরিদগঞ্জে জুয়ার বোর্ড থেকে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ আটক-৫

Update Time : 03:01:52 pm, Saturday, 30 March 2024

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যসহ জুয়া খেলা থেকে ৫ জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২৯ মার্চ দিবাগত রাত প্রায় ১১টার দিকে জুয়া খেলা অবস্থায় আটক করে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজী ও এসআই আনোয়ার হোসেসহ সঙ্গীয় ফোর্স।

জানা যায়, উপজেলার দঃ কড়ৈতলী আনন্দ বাজার নিকট থেকে জুয়া খেলা অবস্থায় এই ৫ জনকে আটক করে পুলিশ, আটককৃতরা হলেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী হায়দার উজ্জল পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়েম, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের সাহাপুর এলকার যুবলীগ নেতা রিয়াদ হোসেন, দক্ষিণ কড়ৈতলীর আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, ফরিদ রাঢ়ী।

স্থানীয় সাধারণ মানুষ বলেন, দিন দিন আমাদের এই দিকে নেশাগ্রস্ত ও জুয়া খেলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে করে আমরা আমাদের স্ত্রী, ছেলে সন্তানরা আতংকে থাকে। দিনে রাতে চলাচলেও ভয় পায়। এরা এলাকাটা নষ্ট করে ফেলতেছে, সাধারণ মানুষ সমস্যায় পড়লে ইউপি সদস্য ও কাউন্সিলরের কাছে যেতো, আর তারাই এখন জুয়ারমত অপরাধের সাথে জড়িত, এটা খুবই দঃখ জনক ও লজ্জা জনক।

 

ফরিদগঞ্জ থানার অফির ইনচার্জ মো. সাঈদুল ইসলাম বলেন, এঅভিযান আমাদের নিয়মিত অভিযানের মধ্যে একটি, অভিযান চলাকালীন সময় এসকল অপরাধের সাথে যেকোন মানুষ যুক্ত থাকলেই তাকে আমরা আইনের আওতায় আনবো।