টানা কয়েকদিনের তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে চাঁদপুরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
নামাজে ইমামতি করেন চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ও শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সোহাইল আহমেদ চিশতী।
স্থানীয় পীর-মাশায়েখদের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবা পাঠ এবং সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও সকাল ১০ টায় জেলার হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বৃষ্টির জন্য পৃথক আরেকটি ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
ওই নামাজের জামায়াতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সেখানেও ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন।
 
																			 Reporter Name
																Reporter Name								 













