নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে ক্যাটাগরি ভিত্তিতে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে। একজন নারী যখন স্বামীর ঘরে আসে, তখন পরিবারের সদস্যরা তার বিভিন্নরকম ত্রুটি ধরে। এ প্রতিকূলতাকে জয় করে ওই মেয়ে সেই ঘরে থাকেন এবং নিজেকে মানিয়ে চলতে হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার।
পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ মোহছেনা আক্তার, সফল জননী মিনুয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী রেখা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তানিয়া ইসলাম।