বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও কোস্ট গার্ড চাঁদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বশির পাটোয়ারী স্টোর থেকে ১ হাজার ২৪৫ কেজি এবং ফখর উদ্দীনের গোডাউন থেকে ৯৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন রাখার দায়ে বশির পাটোয়ারীকে ৫০ হাজার এবং ফখর উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান এবং পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একটি দল। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 





















