শিরোনাম:
জীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলকে সংবর্ধনা বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে উপদেষ্টা নাহিদ দেশের স্বার্থে সেনাবাহিনীকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে-সেনাপ্রধান বিবিসি বাংলার সাক্ষাৎকারে মির্জা ফখরুল

সরকারে প্রতিনিধি রেখে শিক্ষার্থীরা নির্বাচনে গেলে মানবে না রাজনৈতিক দলগুলো বাংলাবাজার থেকে ১০ হাজার সরকারি বিনামূল্যের বই’সহ আটক ২ কচুয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অজ্ঞাত পুরুষের সাথে কথা বলছিল মেয়ে, দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন করলেন বাবা যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘সমন্বয়ক’ আটক কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি ইফতার মাহফিলে ভাংচুর ও চাঁদা দাবির ঘটনায় আ’লীগ নেতা অ্যাড. হেলাল আটক

বাংলাবাজার থেকে ১০ হাজার সরকারি বিনামূল্যের বই’সহ আটক ২

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ছবি-সংগৃহিত।

সারাদেশে সরকারি বিনামূ্ল্যের বই শিক্ষার্থীরা না পেলেও খোলা বাজারে বিক্রয় হচ্ছে। এবার খোদ রাজধানীর বাংলাবাজার থেকে প্রায় ১০ হাজার সরকারি বিনামূল্যের বইসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকালে বাংলাবাজারস্থ ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

ডিবি সূত্রে জানাগেছে, আটক সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও দেলোয়ার হোসেনের (৫৬) বাইরেও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সারাদেশে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেয়া শুরু হয়। সে সময় বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজের শুরুটা হয়েছিল ২০১০ সালে। তবে ক্ষমতার পালাবদলে বিভিন্ন সংকটের কারণে সেটি এবার হয়ে উঠেনি। তবে ইতিমধ্যে নীলক্ষেতে বিনামূল্যের বই ছড়া দামে বিক্রয় করার সংবাদ প্রকাশ করে জাতীয় মিডিয়াগুলো। এরই মধ্যে বিপুল সংখ্যক বই আটক হওয়ার খবর চাউর হলো।

নতুন বছরের প্রথম দুই দিনে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

বাকি বই ৩০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব বই না পাওয়া পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা বইয়ের পিডিএফ কপি নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘বই সংকটের’ মধ্যেই জানুয়ারির শেষভাগে এসে খোলাবাজার থেকে এই বিপুল পরিমান বই জব্দের তথ্য দিল ডিবি।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, ‘‘একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।

জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে, আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১