ঢাকা 4:39 am, Wednesday, 3 September 2025

বাংলাবাজার থেকে ১০ হাজার সরকারি বিনামূল্যের বই’সহ আটক ২

  • Reporter Name
  • Update Time : 04:44:14 pm, Thursday, 23 January 2025
  • 26 Time View

ছবি-সংগৃহিত।

সারাদেশে সরকারি বিনামূ্ল্যের বই শিক্ষার্থীরা না পেলেও খোলা বাজারে বিক্রয় হচ্ছে। এবার খোদ রাজধানীর বাংলাবাজার থেকে প্রায় ১০ হাজার সরকারি বিনামূল্যের বইসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকালে বাংলাবাজারস্থ ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

ডিবি সূত্রে জানাগেছে, আটক সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও দেলোয়ার হোসেনের (৫৬) বাইরেও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সারাদেশে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেয়া শুরু হয়। সে সময় বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজের শুরুটা হয়েছিল ২০১০ সালে। তবে ক্ষমতার পালাবদলে বিভিন্ন সংকটের কারণে সেটি এবার হয়ে উঠেনি। তবে ইতিমধ্যে নীলক্ষেতে বিনামূল্যের বই ছড়া দামে বিক্রয় করার সংবাদ প্রকাশ করে জাতীয় মিডিয়াগুলো। এরই মধ্যে বিপুল সংখ্যক বই আটক হওয়ার খবর চাউর হলো।

নতুন বছরের প্রথম দুই দিনে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

বাকি বই ৩০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব বই না পাওয়া পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা বইয়ের পিডিএফ কপি নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘বই সংকটের’ মধ্যেই জানুয়ারির শেষভাগে এসে খোলাবাজার থেকে এই বিপুল পরিমান বই জব্দের তথ্য দিল ডিবি।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, ‘‘একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।

জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে, আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

বাংলাবাজার থেকে ১০ হাজার সরকারি বিনামূল্যের বই’সহ আটক ২

Update Time : 04:44:14 pm, Thursday, 23 January 2025

সারাদেশে সরকারি বিনামূ্ল্যের বই শিক্ষার্থীরা না পেলেও খোলা বাজারে বিক্রয় হচ্ছে। এবার খোদ রাজধানীর বাংলাবাজার থেকে প্রায় ১০ হাজার সরকারি বিনামূল্যের বইসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকালে বাংলাবাজারস্থ ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

ডিবি সূত্রে জানাগেছে, আটক সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও দেলোয়ার হোসেনের (৫৬) বাইরেও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সারাদেশে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেয়া শুরু হয়। সে সময় বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজের শুরুটা হয়েছিল ২০১০ সালে। তবে ক্ষমতার পালাবদলে বিভিন্ন সংকটের কারণে সেটি এবার হয়ে উঠেনি। তবে ইতিমধ্যে নীলক্ষেতে বিনামূল্যের বই ছড়া দামে বিক্রয় করার সংবাদ প্রকাশ করে জাতীয় মিডিয়াগুলো। এরই মধ্যে বিপুল সংখ্যক বই আটক হওয়ার খবর চাউর হলো।

নতুন বছরের প্রথম দুই দিনে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

বাকি বই ৩০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব বই না পাওয়া পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা বইয়ের পিডিএফ কপি নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘বই সংকটের’ মধ্যেই জানুয়ারির শেষভাগে এসে খোলাবাজার থেকে এই বিপুল পরিমান বই জব্দের তথ্য দিল ডিবি।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, ‘‘একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।

জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে, আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।