হাজীগঞ্জে শিক্ষকদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সকল কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রোববার ২ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদায়ন হয়েছেন।
দেশগাও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের পক্ষে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন।
মাদরাসার পক্ষে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. মিজানুর আশ্রাফী, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী।
সহকারী অধ্যাপক কাজী নাছির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাজেরা আলী দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মোস্তফা কামাল ও গীতা থেকে পাঠ করেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়।
এসময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ’সহ উপজেলার সকল কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।