হাজীগঞ্জে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাক।
উপস্থাপক জাহিদ হাসানের পরিচালনায় অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। একই সময়ে শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাকের উদ্দ্যোগে চারজন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। তারা হলেন, প্রধান শিক্ষক মো. আব্দুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. মোতালেব ভুঁইয়া, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন ও মানিক চন্দ্র পাল।
সহকারী শিক্ষক মো. কালু হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা মোশারফ হোসেন টিটু ও মিজানুর রহমান, শিক্ষানুরাগী মো. মান্নান চৌধুরী, হাফেজ মো. আবুল কাশেম, মো. হুমায়ুন কবির, ইঞ্জি. মো. ইউসুফ, মো. রাশেদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. সবুজ হোসেন, শাহআলম ভুট্টু, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, মো. বিল্লাল হোসেন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।