চাঁদপুরের কচুয়ার রহিমানগর বাজারে বিভিন্ন দোকানে চাঁদাবাজি, হুমকী-ধমকী ও চাঁদা না দেয়ায় দোকানে তালা দেয়ার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ ২জনকে আটক করলেও মামলার প্রধান আসামী চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী পাড়াগাঁও গ্রামের মুকসুদ আলীর ছেলে জিলানী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ বলছে, আসামীদেরকে ধরার চেস্টা চলছে, তবে জিলানী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরতে পারছেনা তাকে।
ব্যবসায়ীরা জানান, জিলানীর খুটির জোর কোথায় যার বিরুদ্ধে চাঁদাবাজি আর দখল দারিত্বের অভিযোগ থাকলেও পুলিশ তাকে এখনো ধরতে পারছেনা।
ব্যবসায়ীরা জানান, জিলানী প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় আমরা ভয়ে আছি। তারা সব সময় আমাদেরকে হুমকী ধমকী দিচ্ছে।
ব্যবসায়ীরা জানান, শুধু চাঁদাবাজদের ধরলে হবেনা। তাদের লালন-পালনকারী গড ফাদারকেও গ্রেফতার করতে হবে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজির “অভিযোগের ভিত্তিতে আমরা দুজনকে আটক করেছি এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।” বাকীদের আটকের চেস্টা চলছে। পাশা-পাশি এসব চাঁদাবাজদের গডফাদারদেরও তথ্য নেয়া হচ্ছে।