ঢাকা 1:28 am, Wednesday, 2 July 2025
হাজীগঞ্জের গর্ব

৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় নবম হাজীগঞ্জের কামরুল হাসান

কামরুল হাসান

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের (হাকিম মাস্টার বাড়ি) কৃতী সন্তান কামরুল হাসান ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) মেধাতালিকায় নবম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।

কামরুল হাসান মরহুম লিয়াকত আলীর ছেলে। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪২ পান।

উচ্চশিক্ষার জন্য কামরুল হাসান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এবং সেখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন প্রথম শ্রেণিতে।

৪৪তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কামরুল হাসান বলেন, ‘৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) সুপারিশপ্রাপ্ত হওয়ায় প্রথমেই মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধবসহ যারা এই যাত্রায় আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষভাবে আমার মা ও বড়ভাইকে। দীর্ঘ শিক্ষাজীবন শেষে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। আমি যেনো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারি এবং সুশিক্ষিত, সুনাগরিক গড়ে তুলতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া চাই।’

তাঁর এ সাফল্যে এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পিআর পদ্ধতির উপযোগিতা ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের

হাজীগঞ্জের গর্ব

৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় নবম হাজীগঞ্জের কামরুল হাসান

Update Time : 09:51:00 pm, Tuesday, 1 July 2025

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের (হাকিম মাস্টার বাড়ি) কৃতী সন্তান কামরুল হাসান ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) মেধাতালিকায় নবম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।

কামরুল হাসান মরহুম লিয়াকত আলীর ছেলে। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪২ পান।

উচ্চশিক্ষার জন্য কামরুল হাসান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এবং সেখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন প্রথম শ্রেণিতে।

৪৪তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কামরুল হাসান বলেন, ‘৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) সুপারিশপ্রাপ্ত হওয়ায় প্রথমেই মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধবসহ যারা এই যাত্রায় আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষভাবে আমার মা ও বড়ভাইকে। দীর্ঘ শিক্ষাজীবন শেষে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। আমি যেনো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারি এবং সুশিক্ষিত, সুনাগরিক গড়ে তুলতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া চাই।’

তাঁর এ সাফল্যে এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে।