কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন রাসেল,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, যুবদল নেতা জাকারিয়া খান তুহিন,ছাত্রদল নেতা জাহাঙ্গীর সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার অভি, মিনহাজ কবির অন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম,বিতারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন,কাদলা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন,বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়ন ছাত্রদল ও ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংগঠনিক আলোচনা শেষে অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি আতাউল ইসলাম শামীম, সিনিয়র সহসভাপতি শিহাব তালুকদার, সাধারণ সম্পাদক তানভীর মীর, যুগ্মসাধারণ সম্পাদক উজ্জ্বল মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর তালুকদার, দপ্তর সম্পাদক পারভেজ ইভানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রদল।