কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সকল মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামের দাওয়াত পৌছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর এ আয়োজন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতী অভিযান পরিচালিত হয়।
৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাজারের সকল জায়গায়, উত্তর পালাখাল মোড় এবং সর্বশেষ সফিবাদে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ গণসংযোগ কার্যক্রম শেষ হয়। পুরো গণসংযোগে উপস্থিত থেকে প্রতিটি দোকানে দোকানে গিয়ে সংগঠনের দাওয়াত তুলে ধরেন এবং সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ভোটার যারা আছেন তারা তাদের ভোটের মাধ্যমে যদি একজন অসৎ লোক নির্বাচিত করেন এবং সে ক্ষমতায় গিয়ে যদি কোন রকম অনিয়ম করে তবে যারা তাকে নির্বাচিত করেছেন তারাও সেই অনিয়মের ভাগিদার হবেন। আর যারা ভোট দিয়ে কোন ভালো মানুষ নির্বাচিত করেন ঐ লোক ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে তার সেই ভালো কাজের সুফল ভোটারা অবশ্যই পাবে। তাই সবাইকে ভালো মানুষকে নির্বাচিত করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, বাংলাদেশ জামায়াত ইসলামী ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি প্রার্থী মাওলানা জসিম উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।