
চাঁদপুরের হাজীগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ঝিগাতলা সীমান্ত স্কয়ার মার্কেটের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গ্রিন সিগনাল পাওয়া লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থে একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করা প্রয়োজন মনে করে ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যদি একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে হয় তাহলে একটি রাজনৈতিক সংগঠন ছাড়া দেশের শান্তি ও সম্প্রতি রক্ষা করা সম্ভব নয়।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে তিন দিন কোন সরকার ছিল না। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহারাদার হিসেবে বাংলাদেশের সকল মানুষকে রক্ষার দায়িত্ব পালন করেছে। ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদীর হাজীগঞ্জ শাখার সকল নেতাকর্মীদের নিয়ে পুলিশ এবং সিভিল পুলিশের জীবন বাঁচানোর সকল কাজে নিয়োজিত ছিলো। ছোটখাটো দুই একটি বিষয় ছাড়া৫ ই আগস্টের পর হাজীগঞ্জ-শাহারাস্তির সব মানুষ সুন্দর ভাবে বসবাস করছে। এবং প্রতিহিংসার শিকার হননি।

মমিনুল হক আরো বলেন, বিগত দিনে যারা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন এ সমস্ত সংসদ সদস্যের রেখে যাওয়া সমাজ ব্যবস্থা এবং রাজনীতিবিদদের এই সমস্ত দুরব্যবস্থায় আগামীতে হাজীগঞ্জ শাহারাস্তিতে সমৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হাজীগঞ্জের কৃতি সন্তানরা ভূমিকা রাখবে। আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব অর্পণ করে।

সভায় ওই সময় ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. জহির হোসেন: 




















