হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়নের বাবা প্রবীণ রাজনীতিবীদ বিএনপি নেতা মরহুম মো. মুসলিম খাঁনের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পৌরসভাধীন রাহমাতুল্লিল আলামিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে মরহুম মো. মুসলিম খাঁনের মাগফেরাত ও পরিবারের সদস্যদের নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্স জামে মসিজদের ইমাম মাও. নূর আহমেদ। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. ইয়াছিন আহমেদ।
এসময় মরহুমের সহপাঠী, সংবাদকর্মী, পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগ জনিত কারণে মো. মুসলিম খাঁন (৭০) হাজীগঞ্জ বাজারস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরের দিন শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমবাদ এলাকার সর্দার বাড়ির মৃত আবুল কালাম কালা মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Reporter Name 





















