প্রায়ই অভিনেত্রীদের ‘প্লাস্টিক সার্জারি করেছেন?’—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটি নিয়ে হলিউড কিংবা বলিউডেও রয়েছে বিস্তর আলোচনা। মার্কিন পপ তারকা কার্ডি বি থেকে বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা—অনেকেই প্লাস্টিক সার্জারি করার কথা স্বীকারও করেছেন।
হলিউড, বলিউডের বাইরে ঢালিউডেও বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারি নিয়ে প্রশ্ন ওঠে।
ঢাকার অভিনেত্রীদের মধ্যে কারা প্লাস্টিক সার্জারি করেছেন—তা নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে তারকাদের খুব একটা কথা বলতে দেখা যায় না।
তবে সম্প্রতি এক পডকাস্ট শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান।
সেই শোতে আলাপের এক পর্যায়ে জয়া আহসান বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি।
আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) প্লাস্টিক সার্জারি করা।’
এরপর তিনি বলেন, ‘বোটক্স, এটা-সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো (মন্তব্য) আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে।
আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অব মাইন্ডটা (মানসিক অবস্থা) বোঝা যায়।’
তবে প্লাস্টিক সার্জারি করেছেন, নাকি করেননি—তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সব কিছুতে সো কল্ড সাকসেস হব? সব কিছু ভালো ভালো, ভুল করা যাবে না? ভুল করেছি, সেটা বলব না। আমার লাইফে কোনো কিছু ভুল না। সেটা নিয়েই কিন্তু আজকের জয়া আমি।’
এর বাইরে বিভিন্ন সময়ে তাকে নিয়ে হওয়া ট্রল নিয়েও কথা বলছেন জয়া। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ সিনেমায় ‘মারোওও’ সংলাপের জন্য ট্রলের মুখে পড়েছিলেন জয়া। ‘উৎসব’ সিনেমায়ও সেই সংলাপটি নিয়ে ট্রল করা হয়েছে।
কাজের সূত্রে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত মিলিয়ে জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’। ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।