মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য পদে মিরান হোসেন মিয়াজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম এর নিকট দাতা সদস্যের মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মিরান হোসেন মিয়াজি বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য। বিদ্যালয় সূত্রে জানা যায়, দাতা সদস্য পদে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র তিনিই ফরম ক্রয় ও জমা দিয়েছেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যাচাই বাছাই সম্পন্ন হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য হিসাবে নির্বাচিত হবেন।
বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, শিক্ষা ও সমাজ উন্নয়নে তার সক্রিয় ভূমিকা পূর্বেও ছিল এবং পুনরায় কমিটিতে যুক্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
সফিকুল ইসলাম রিংকু 










