চাঁদপুরের হাজীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের আয়োজনে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের ব্যবস্থাপনায় সভার মুল বক্তব্যে নিরপাদ খাদ্য বিষয়ক তথ্যদি উপস্থাপন করেন চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শন আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : তানভীর হাসান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আমেনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুপ প্রধানীয়া সুমন, বেকারি মালিক সমিতির সভাপতি শাহ আলম, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সু নির্মল দেউড়ী ।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বফন, মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শন জসিম উদ্দিন, পৌর পরিদর্শক নাহিদুল ইসলাম, উদ্যোক্তা শিখা আহমেদ, হাজীগঞ্জ বাজাবে ফুড লাভার্সকে এপ্লাস গেডে নির্ধারন করা হয়েছে।
সভায় প্লাস্টিকের ব্যবহার না করার আহবান জানানো হয়। নিরাপদ খাদ্য সচেতনতা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার প্রসারের উপর গুরুত্ব দেয়া হয়।
স্টাফ রিপোর্টার॥ 






















