স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, সমাজের মানুষ আলেমদের সবচেয়ে বেশি সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন। তাদের কথায় গুরুত্ব দেন, মান্য করেন। আলেমরা চাইলেই একটা সমাজ খুব অল্প সময়ে পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখেন। যদি তিনি আল্লাহর বিধান গুরুত্বের সাথে নিজে মেনে চলেন।
সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে জেলার মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কম মেধার সন্তানকে মানুষ মাদ্রাসায় ভর্তি করালেও বাস্তবে দেখা যায় মাদ্রাসার ছাত্রটিই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়। একজন কোরআনের হাফিজকে পৃথিবীর সকল শ্রেণির মানুষ ভয় পায়। এই মেধাবীরা দেশ গড়ার কাজে সমাজ সংশোধনের কাজে আন্তরিক হলে সমাজে অসংগতি, দুর্নীতি বা খারাপ কাজ থাকার কথা না।
সভায় সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম এন জামিউল, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















