হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের বাবা প্রবীণ রাজনীতিবীদ মো. মুসলিম খাঁনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে তিনি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগ জনিত কারণে হাজীগঞ্জ বাজারস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মরহুম মো. মুসলিম খাঁন হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমবাদ এলাকার সর্দার বাড়ির মৃত আবুল কালাম কালা মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এবং দ্বিতীয় জানাযা মকিমাবাদ সর্দার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে মো. মুসলিম খাঁনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান বাচ্চু, আসম মাহবুব-উল আলম লিপন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
এছাড়া শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, মনির খাঁন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ’সহ বিভিন্ন আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 

















