আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নাগরিক শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ দিদার আলম উঠান বৈঠক ও কুশল বিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং নিজের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন , বিশিষ্ট সমাজসেবক,আবু তাদের মোল্লা, সমাজসেবক মজিব বেপারী,মফিজুল ইসলাম মোল্লা,মিজানুর রহমান, মাহবুব মিয়াজীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লোকজন উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে নানা বয়সী মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন প্রয়োজনীয়তার কথা জানান। দিদার আলম বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
তিনি জুলাই চেতনা অব্যাহত রাখতে এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এনসিপি’র প্রতিক শাপলা কলি মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন।
কচুয়া প্রতিনিধি: 




















