আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হছে। বুধবার সকালে ব্যাংকের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের হল রুমে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার এসএভিপি ও ম্যানেজার কাজী মো. ইলিয়াছ।
কম্বল বিতরণের পূর্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, নেছারাবাদ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মো. জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা কবির হোসেন প্রমূখ।
বক্তব্য শেষে অসহায় ও দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
মোহাম্মদ উল্যাহ বুলবুল: 


















