মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবরের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার নিউ হোস্টেল মাঠে ওই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এর আয়োজন করেন। জানাজার আগে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার প্রমুখ। বিএনপির দলীয় সূত্র জানায়, জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের পাঁচ সহস্রাধিক লোক জানাজার নামাজে অংশ নেন।
সফিকুল ইসলাম রিংকু 














