
মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডের মধ্য কলাদিতে ইংরেজি ভাষার শিক্ষা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধের প্রত্যয় নিয়ে, আত্মপ্রকাশ করল দি অক্সফোর্ড একাডেমি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ৩ দিনের শোক থাকায়, কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।

১ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় দি অক্সফোর্ড একাডেমির পরিচালক, মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কাউছার রসিদের উপস্থিতিতে নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, দি অক্সফোর্ড একাডেমির পৃষ্ঠপোষক আশিস সরকার, প্রিন্সিপাল জেসমিন আক্তার, সহকারী শিক্ষক সুনিল চন্দ্র দাস, আরিফুল ইসলাম, স্বর্ণা রানী সাহা, রিংকু রানী দাস এবং অবিভাবকবৃন্দ।
সফিকুল ইসলাম রিংকু 














