ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৮৭ Time View

ছবি-সংগৃহিত।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সেখানে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের ‘ঔপনিবেশিক’ যুদ্ধ বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে।

এর আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তবে তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্য বিস্তারিতভাবে জানাননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। ট্রাম্প গত সোমবার বলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে ‘বুদ্ধিমানের কাজ’।

মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল পেতেই ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন।

এদিকে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা।

শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। সরকার বলেছে, এটি একটি গুরুতর সামরিক আগ্রাসন, যা তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডির হাতে লাঞ্ছিত উপজেলা খাদ্য কর্মকর্তা

ভেনেজুয়েলার রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৩:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সেখানে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের ‘ঔপনিবেশিক’ যুদ্ধ বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে।

এর আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তবে তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্য বিস্তারিতভাবে জানাননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। ট্রাম্প গত সোমবার বলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে ‘বুদ্ধিমানের কাজ’।

মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল পেতেই ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন।

এদিকে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা।

শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। সরকার বলেছে, এটি একটি গুরুতর সামরিক আগ্রাসন, যা তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছে।