ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। শনিবার (৩ জানুয়ারী) যাচাই-বাছাই শেষে তিনি স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন’সহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
জানা গেছে, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়ারা এক শতাংশ ভোটারে স্বাক্ষর বিষয়ক গরমিলের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলকৃত প্রার্থী আগামি ৫-১১ জানুয়ারীর মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। আপিলে তাঁর মনোনয়নপত্র বৈধ বা তিনি প্রার্থীতা ফিরে পেলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন বাতিলের কবলে পড়েন। ওই সময় তিনি আওয়ামী লীগ থেকে এ আসনে মনোনয়ন চেয়েছিলেন। সে সময় দৈত ভোটারের কারণে তার মনোনয়ন বাতিল হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি শুরুতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম রীর উত্তমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এর পরপরই রাজনৈতিক অবস্থান নিয়ে জাকির হোসেন প্রধানিয়ার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে জাকির হোসেন দাবি করে আসছেন, তিনি আওয়ামী লীগের সব দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সাংবাদিকরা তার কাছে পদত্যাগপত্র দেখতে চাইলে তিনি তা উপস্থাপন করতে ব্যর্থ হন।
অপর দিকে একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
এছাড়াও ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী, জাতীয় পার্টি মনোনিত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনিত ‘আপেল’ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন, লিবারেল ডেমোক্রাটিক পার্টি মনোনিত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশিরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
নিজস্ব প্রতিনিধি ॥ 
















