মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামে হত্যার চেষ্টার আসামীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২ জানুয়ারী) বিকাল তিনটায় গ্রামের মেঘনা ধনাগোদা বেড়ীবাঁধ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যা চেষ্টার আসামি নেশাগ্রস্ত, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অন্যতম লিডার রাহিম সরকারের দ্রুত বিচার দাবি করা হয়।
জানা যায়, পশ্চিম বাইশপুর গ্রামের পারভেজ মালের ছেলে আজহানকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ ডিসেম্বর এলোপাথাড়ি ছুরিকাঘাত করে একই এলাকার সরকার বাড়ির রাসেল সরকারের ছেলে রাহিম সরকার। এতে আজহানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে চাঁদপুর সদর হাসপাতাল থেকেও তাকে ঢাকায় রেফার করা হয়।
এদিকে আজহানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন তার চাচা রুবেল মাল। অভিযোগের প্রেক্ষিতে মত দক্ষিণ থানা পুলিশের একটি দল ঘাতক রাহিম সরকারকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এদিকে আজহান মালের পিতা পারভেজ মাল অভিযোগ করে বলেন, ঘাতক রাহিম সরকারকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছে তার পরিবার। সেই কারণে ক্ষমতা দেখিয়ে চাঁদপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি রেখেছে। আমি আমার ছেলের উপর অত্যাচার সর্বোচ্চ বিচার দাবি করছি।
সফিকুল ইসলাম রিংকু 





















