হাজীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাজীগঞ্জের বলাখাল বাজারস্থ যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ–শাহরাস্তি-৫ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিপুল ভোটে বিজয়ী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা সকলের বাড়ী গিয়ে ভোট চাইতে হবে। তাহলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহির এবং যুগ্ম আহ্বায়ক রোমান গাজী।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, পৌর ১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল হোসেন রাজু এবং ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ওলামা দলের রাসেল মিয়াজী।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খলিলুর বেপারী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল হক আমিন
অনুষ্ঠান শেষে হাজীগঞ্জ পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন জসিম উদ্দিন খান, হানিফ গাজী ও ফিরোজ গাজী।
Reporter Name 

















