শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের ৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) নিজমেহার গুলাচীবাড়ি জামে মসজিদে বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। তার পূর্বে স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছোট ছেলে আদনান নোমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এ্যাড. সাহেদুল হক মজুমদার সোহেল ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী ও মরহুমের মেজ ছেলে সোহেল রানা প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আমিনুল ইসলাম।
আবু মুছা আল শিহাব: 






















