চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাঙ্গারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মুমতাহিনা পৃথুলা।
অভিযানকালে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা রোধে এ অভিযান পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলাকালে কয়েকটি বাস আটক করায় যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়। একই সঙ্গে অভিযান পরিচালনার খবর শুনে মতলব–গৌরিপুর পেন্নাই সড়কে যাত্রীবাহী বাস চলাচল তুলনামূলকভাবে কমে যায়। অভিযানে ফিটনেস ও লাইসেন্সবিহীন ৪টি বাস এবং ২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং লাইসেন্স বিহীন একটি ট্রাক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
Reporter Name 






















