নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসন-২৬৪ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া তাঁর নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ উপজেলার একটি স্থানীয় হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। এতে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন,
“প্রিয় হাজীগঞ্জ-শাহরাস্তির আমার বাবা-মা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। আমি আপনাদেরই সন্তান, এই জনপদের মাটিতে জন্ম নেওয়া, আপনাদের সুখ-দুঃখের সঙ্গী একজন সাধারণ মানুষ।”
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-০৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং জনসেবার মহান ব্রত নিয়েই তিনি এই নির্বাচনে এসেছেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মো. জাকির হোসেন প্রধানিয়া বলেন, “আমি ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সেই নির্বাচনে ব্যাপক সাড়া পেয়েছি, যা আমাকে আরও দায়িত্বশীল করেছে।”
সংবাদ সম্মেলনে তিনি চাঁদপুর-০৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের জন্য তাঁর নির্বাচনী অঙ্গীকারসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে হাজীগঞ্জ ও শাহরাস্তি—এই দুই উপজেলায় পৃথক দুটি সংসদ সদস্য কার্যালয় স্থাপন করা হবে, যেখানে সপ্তাহে অন্তত দুই দিন সরাসরি জনগণের মতামত গ্রহণ, সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, একটি আধুনিক ও সচেতন সমাজ গঠনে যুবকদের মাদক, নেশা, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
স্বাস্থ্য খাতে অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
শিক্ষা বিষয়ে তিনি জানান, শিশু শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এই অঞ্চলের শিক্ষার্থীদের গড়ে তোলা হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে মো. জাকির হোসেন প্রধানিয়া বলেন, বৃহৎ বেকার জনগোষ্ঠীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে তিনি কাজ করবেন। পাশাপাশি বিদেশগামী নারী-পুরুষ কর্মীদের জন্য স্বাস্থ্যবীমা, জীবনবীমা এবং অবসরকালীন ভাতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
নারী ক্ষমতায়ন বিষয়ে তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। স্থানীয় তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা হবে।
কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়ে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী কৃষিযন্ত্র সরবরাহ, কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ এবং সকল সুযোগ-সুবিধাসহ অবসরকালীন ভাতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
শেষে তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা যদি ভালোবাসা ও সমর্থন দেন, কথা নয়—কাজের মাধ্যমেই হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের ইতিহাস গড়ে তুলবো।”
সংবাদ সম্মেলনে শাহরাস্তি উপজেলা বাসীর পক্ষে বক্তব্য রাখেন নুরুজ্জামান প্রিন্স এবং হাজীগঞ্জ উপজেলা বাসীর পক্ষে বক্তব্য দেন আলাদ হোসেন প্রধানীয়া। তাঁরা উভয়েই মো. জাকির হোসেন প্রধানিয়ার সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও উন্নয়নমুখী চিন্তার প্রশংসা করেন।
এ সময় উপস্থিত সকল সাংবাদিক ও অতিথিদের সামনে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া তাঁর নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ মার্কায় ভোট প্রদানের জন্য হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















