নিজস্ব প্রতিনিধি ঃ
হাজীগঞ্জ বনফুল সংঘের সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক ও সংগঠক গোবিন্দ সাহার মৃত্যুতে এক স্মরণ সভা ও শোকাহত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬ ঘটিকায় হাজীগঞ্জ থানার রোডস্থ বনফুল সংঘের নিজস্ব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেজবাহ ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন মৃদুল কান্তি দাস। এরপর প্রয়াত গোবিন্দ সাহার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণ সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বনফুল সংঘের সাধারণ সম্পাদক মনির হোসেন খান এবং বিশিষ্ট সমাজকর্মী কাজী নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনফুল সংঘের সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বনফুল সংঘের সাবেক সভাপতি ডক্টর আলমগীর কবির পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহাদাত হোসেন বলেন, “গোবিন্দ সাহা ছিলেন একজন নির্লোভ ও মানবিক মানুষ। সমাজসেবায় তাঁর অবদান হাজীগঞ্জবাসী চিরদিন স্মরণ করবে। তাঁর মতো মানুষ খুব কমই দেখা যায়, যিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।”
মূখ্য আলোচক ডক্টর আলমগীর কবির পাটোয়ারী বলেন, “বনফুল সংঘের গঠন ও বিকাশে গোবিন্দ সাহার ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি সংগঠনের জন্য নিজের সময়, শ্রম ও মেধা উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ আমাদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে রোটারিয়ান রুহিদাস বণিক বলেন, “গোবিন্দ সাহার মৃত্যু বনফুল সংঘের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন সংগঠক নন, ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ। তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এছাড়াও স্মরণ সভায় বক্তব্য রাখেন বনফুল সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইকবাল জামান ফারুক, সহ-সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মুক্তা, সদস্য ও সাবেক কাউন্সিলর শাহ আলম, চাঁদপুর অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন ফরাজী, সদস্য ও সাবেক ৩নং কালোচো ইউপি চেয়ারম্যান বিল্লাহ হোসেন কিসলু, সাধারণ সম্পাদক মনির হোসেন খান এবং প্রয়াত গোবিন্দ সাহার ছোট ভাই অরবিন্দ সাহা।
বক্তারা তাঁদের বক্তব্যে গোবিন্দ সাহার সততা, মানবিকতা ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বনফুল সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হাই, উপস্থিত বিল্লাহ হোসেন কিসলুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বনফুল সংঘের পক্ষ থেকে প্রয়াত গোবিন্দ সাহার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর একমাত্র পুত্র হিমেল সাহার হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্মরণ সভাটি শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং গোবিন্দ সাহার স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Reporter Name 



















