হঠাৎ চাঁদপুরে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুতে ক্ষতিপূরণ ১০ লাখ টাকাসহ ১০ দফা দাবিতে চাঁদপুরে চলছে লঞ্চ শ্রমিকরা এ কর্মবিরতি।
শনিবার রাত থেকেই চাঁদপুর লঞ্চঘাট থেকে সব রুটে নৌ চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানানও হয়েছে। তবে সমস্যা সমাধান করে দ্রুত লঞ্চ চলাচল চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা।
চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. মমিন উল্লাহ বলেন, শনিবার রাতে নৌযান শ্রমিকেরা নানা দাবি নিয়ে আন্দোলনের ডাক দেন। ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করাসহ আরও কিছু দাবি আছে তাদের। লঞ্চ মালিক, শ্রমিক ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বসে এই সমস্যার দ্রুত সমাধান করবেন।