বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল শেষে রেফারি মাতেউ লাহোজের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি। এবার সেই রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নিল ফিফা। সেমিফাইনালের আগেই স্পেনের সেই রেফারিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ম্যাচের মধ্যে মেসির সঙ্গে তর্কে জড়ান রেফারি। মেসিকে হলুদ কার্ডও দেখান মাতেউ। কোয়ার্টার ফাইনালের পরে রেফারি মাতেউ লাহোজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন লিওনেল মেসি।
মাতেউকে দায়িত্ব দেওয়ার আগে ফিফার ভেবে দেখা উচিত ছিল বলে জানান মেসি। এর পরই ফিফার খড়গ নেমে আসে, এবারের বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না মাতেউকে।
স্পেনের রেফারিকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। ফিফা চায় না, সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক। তাই বিশ্বকাপের সেরা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে চাইছে তারা।
স্পেনের রেফারি মাতেউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।
নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। হলুদ কার্ডের তালিকায় মেসিও রয়েছেন। ম্যাচের মধ্যে মাতেউর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির।
ম্যাচশেষে আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, রেফারি সম্পর্কে আমি কিছু বলব না। আমার মনে হয় ফিফার ভেবে দেখা প্রয়োজন, এ রকম ম্যাচে এ ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা। এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়।