হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তিতে একটি পাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাঁশরী মোল্লাবাড়ির আলমগীর হোসেনের পুত্র শুভ ২৬ । আ
টককৃত শুভ প্রাথমিক জিজ্ঞাসাবাদ মাদকের এই চালান কুমিল্লা থেকে বরিশাল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা পুলিশ চেক পোস্ট বসায়। পরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এস আই নাজমুল হাসান, জুলফিকার আলী, এএসআই কামাল হোসেন, মোহাম্মদ দিদার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই সড়কে একটি সাদা প্রাইভেটকার কারকে (ঢাকা মেট্টো-খ ১১-৭১০৬) চ্যালেঞ্জ করলে তা না থামিয়ে পশ্চিম দিকে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পিছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া এলাকায় জব্দ করে এতে তল্লাশি চালিয়ে ৫০ প্যাকেট গাঁজা জব্দ করে। এ বিষয়ে ওসি জানান
শাহরাস্তি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানান ওসি।
 
																			 Reporter Name
																Reporter Name								 

























One thought on “এবার শাহরাস্তিতে প্রাইভেটকারে মিললো ৫০ কেজি গাঁজা”