এইচএসসিতে যত পাস করেছে তার চেয়েও আসন সংখ্যা বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
তিনি আজ চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এইচএসসিতে যারা পাস করেন তাদের কেউ কেউ বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে যান। অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষার জন্য যান। আমাদের সারাদেশে যে কলেজগুলো আছে ২২৫৭টি কলেজ সেখানে যান। আবার কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। সব মিলিয়ে আমাদের আসন সংখ্যা যা পাস করেছে তার থেকে বেশি আছে।
এ সময় উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান, নগরপিতা জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, বাংলা একাডেমির ও জেলার সাহিত্যপ্রেমীরা।