রাজধানীর ধানমন্ডিতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. রহমান।
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও ঢাকা টাইমসের নির্বাহী সম্পাদক মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. রহমান।
সভাপতির বক্তব্যে মিজান মালিক বলেন, সংগঠনের কাজকে এগিয়ে নিতে এবং চাঁদপুরের মানুষের কল্যাণে ঢাকায় কর্মরত দেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি। সাংবাদিকতার মানন্নোয়নের পাশাপাশি চাঁদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা পোস্টের সম্পাদক ও ফোরামের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন সরকার এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না।
ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষকে নিয়েও কাজ করতে চাই। চাঁদপুরের উন্নয়ন ও ইতিহাস ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে চাই।