মনিরুল ইসলাম মনির:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পুরাতনদের সঙ্গে ভাগ্য পরিক্ষায় অবতীর্ণ তৃণমূলের নেতারা। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন ১২ নেতা।
১৯ থেকে ২১ নভেম্বর রবি থেকে মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান, বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ কৃষক লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী, বাংলাদেশ রেল শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
চাঁদপুর -২ আসনটি মতলব-উত্তর – মতলব দক্ষিণ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫ শ ২৩ জন এবং মহিলা ভোটার হলো-২ লাখ ২৮ হাজার ৫শ’ জন। উভয় লিঙ্গ ভোটার -২ জন।