চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস উদ্যাপনকল্পে প্রস্তুতিমূলক সভা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্যাহ সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক জহিরুল ইসলাম আলেক, মতলব কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, প্রভাষক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস উদ্যাপনকল্পে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিকে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভাসহ উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, নদী রক্ষা কমিটির সভা এবং উপজেলা ভোক্তা অধিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।