ঢাকা 3:15 am, Sunday, 3 August 2025

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১

  • Reporter Name
  • Update Time : 05:20:47 pm, Sunday, 10 December 2023
  • 12 Time View

মতলব উত্তরে চোরাইকৃত বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ চোর গ্রেপ্তার।

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় নিয়মিত মামলায় শাহাবুদ্দিন (২৮)নামে এক আসামী গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ (আলীগঞ্জ, ছেয়াল বাড়ী) এর হাবিব উল্যাহর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ৯ আগস্ট, ২০২৩; ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন, ২০১৮ গত ১৪ জুলাই সকাল অনুমান ১০টায় মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরী এর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-২৪ এবং ০২। মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ীর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-৪৩-৫-২ সহ মোট ২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার গ্রেফতারকৃত আসামী চুরি করিয়া নিয়া যায়।

উক্ত চোরাই যাওয়া ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ২০১৮-১৫-১১০০০, কোম্পানীর নাম- টিএস, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানীর নাম- টোশিভা, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা মোট ১লক্ষ ৬২ হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব পৌর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১

Update Time : 05:20:47 pm, Sunday, 10 December 2023

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় নিয়মিত মামলায় শাহাবুদ্দিন (২৮)নামে এক আসামী গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ (আলীগঞ্জ, ছেয়াল বাড়ী) এর হাবিব উল্যাহর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ৯ আগস্ট, ২০২৩; ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন, ২০১৮ গত ১৪ জুলাই সকাল অনুমান ১০টায় মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরী এর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-২৪ এবং ০২। মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ীর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-৪৩-৫-২ সহ মোট ২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার গ্রেফতারকৃত আসামী চুরি করিয়া নিয়া যায়।

উক্ত চোরাই যাওয়া ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ২০১৮-১৫-১১০০০, কোম্পানীর নাম- টিএস, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানীর নাম- টোশিভা, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা মোট ১লক্ষ ৬২ হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।