হাজীগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিত জমজমাট পিঠা উৎসব কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। হাজীগঞ্জ ফোরামের সদস্য সচিব ও পিঠা উৎসব অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ এর নেতৃত্বে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে সম্মাননা ক্রেস্টের মাধ্যমে এ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে হাজীগঞ্জ ফোরামের সদস্য ও পিঠা উৎসব কমিটির আহবায়ক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ, সদস্য সচিব এস.এম চিশতী, সদস্য মো. আলী আকবর, মো. বাহার ও আরাফাতসহ হাজীগঞ্জ ফোরাম ও পিঠা উৎসব কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিঠা উৎসবের শেষ দিন (২৭ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। ওই দিন তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
এর আগে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে বিজনেস পার্ক ট্রেড সেন্টারের গত শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ জানুয়ারি) অনুষ্ঠিত পিঠা উৎসবে ২০জন নারী উদ্যোক্তা শতরকমের পিঠাপুলি, কেক ও পায়েস নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে হাজার হাজার ক্রেতা ও দর্শনার্থীর পদচারনায় গ্রামীণ সংস্কৃতির এ উৎসব মুখরিত হয়ে ওঠে।