হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সিএনজির চাঁদা তোলা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বৃহস্পতিবার দুপরে হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন পরিকল্পনা সভায় তিনি সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষকে এ নির্দেশনা প্রদান করেন।
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, কোনভাবেই সড়কে চাঁদাবাজি চলতে পারেনা। যেসব এলাকায় সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, সেগুলো বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই কঠোর। যারা চাঁদাবাজী করবে তারা চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত। এসব চাঁদাবাজি বন্ধে ওসি ও ইউএনও কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন সাংসদ।
এ ছাড়াও এনআইডি কার্ড সংশোধনীতে দালালের দৌরাত্ম বন্ধে মোবাইলকোর্ট পরিচালনা করে দালালের সাজা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যারা এনআইডি কার্ড সংশোধন করবে, তারা দালাল না ধরে সরসরি নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।
হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন কর্ম পরিকল্পনায় আগামী ৫ বছরের উন্নয়নের তালিকা প্রণয়নে পরামর্শগ্রহণ করা হয়।
পরামর্শ অনুযায়ী, উপজেলার সকল গ্রামীণ সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা, গৃহহীণদের জন্য ঘর সকল তালিকা প্রণয়ন করা হবে। সে অনুযায়ী অগ্রাধীকার ভিত্তিতে কাজগুলো সম্পন্ন করা হবে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলি রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমান, ইউছুফ প্রধানীয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, আওয়ামী লীগ নেতা হাজী সেলিম, অধ্যাপক সেলিম, অধ্যাপক স্বপন কুমার পাল, মুন্সি মোহাম্মদ মনির, আহসান উল্যাহ, হাবিবুর রহান লিটন, আবুল হাসেম, রোটা. এস এম মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি, মির্জা জলিলুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমূখ।