আমি নিন্মলিখিত স্বাক্ষরকারী সুমন তালুকদার। গত ৩ ফেব্রুয়ারী শনিবার আপনার প্রকাশিত ত্রিনদী পত্রিকার অনলাইনে (ওয়েব সাইট) আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা ওই পত্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করার পর সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার কোন সত্যতা নেই। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে সংবাদকর্মীদের মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়েছি। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে বাড়ির সম্পত্তিগত বিরোধের জেরে ওই দিন দুইপক্ষের ঝগড়া-বিবাদ হয়েছে। যা বাড়ি ও এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে সমাধান করা হবে। কিন্তু বিষয়টি সমাধানের চেষ্টা না করে ওই পক্ষের লোকজনকে উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগসহ সংবাদকর্মীদের মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দেওয়া হয়েছে। তারা আমার সম্মানহানী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি থানায় অভিযোগের বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবো। আর সংবাদের বিষয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি, সম্পাদক মহোদয় আমার প্রতিবাদটি আপনার প্রকাশিত পত্রিকার অনলাইনে প্রকাশ করে আমাকে সহযোগিতা করবেন।
নিবেদক
সুমন তালুকদার
০৫/০২/২০২৪ইং
 
																			 Reporter Name
																Reporter Name								 























