• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, শহরে জলাবদ্ধতা পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সদর উপজেলা ইউএনও’র মতবিনিময় সভা চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নোয়াখালীর সাবেক এমপি স্ত্রী ও সন্তানসহ আটক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা রয়টার্সের প্রশ্নের জবাবে যা বললেন নাহিদ কচুয়ায় সড়কে যানজট নিরসনে স্কাউট সদস্য ও সাধারন শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে দশানী এলাকায় আলোচনা সভা ও দোয়া দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

চাঁদপুর জেলা পরিষদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

অনলাইন নিউজ ডেস্ক :

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে জেলা পরিষদ। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী ও নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমি এই ভাষার মাসে আমি সব শহীদদের স্মরণ করছি। আজ বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে ভাষা দিবস পালিত হয়। এটি আমাদের জন্য গৌরবের। জাতির পিতা আমার আদর্শ। আমি জাতির পিতার কর্মী হিসেবে ২০১৬ সালে জেলা পরিষদের নির্বাচন করি। আমার ওই সময়ে সবার আগে প্রেসক্লাবের সাংবাদিকরা পাশে এসে দাঁড়িয়েছে। আমি যতদিন জেলা পরিষদের দায়িত্বে থাকবো, ততদিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের সাথে নিয়ে কাজ করবো। জেলা সবসময় তাদের পাশে আছে। আমরা বৃত্তি ও অনুদানসহ বিভিন্ন বরাদ্দ দিয়ে থাকি।

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার, তিনি চাঁদপুরের মানুষকে ভালোবাসেন। আমরা প্রান্তিক জনগোষ্ঠী মানুষের জন্য প্রকল্প নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করি শতভাগ না হলে কিছু করার জন্য। আমি চেষ্টা করেছি জনবান্ধন, সাংবাদিকবান্ধব ও জাতির শ্রেষ্ঠ সন্তান বান্ধব জেলা পরিষদ গড়ে তোলার।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের উন্নয়নগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের যে দায়িত্ব কাজগুলো করার জন্য। জেলা পরিষদ একটি প্রাচীন প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন সেবা দিয়ে আসছে। আমাদের প্রান্তিকভাবে যে কাজগুলো করছে, তা প্রচার ও প্রসার নেই। আমি আপনাদের মাধ্যমে এই প্রচারগুলো চাচ্ছি। আমরা প্রতি বছর অসহায় মানুষদের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়ে থাকি।

মাননীয় প্রধানমন্ত্রী একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালে ভিশনের মধ্যে বলা আছে কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। জেলা পরিষদের প্রথম কাজ হচ্ছে সরকারি কাজগুলো পর্যালোচনা বা তদারকি করা। জেলা পরিষদ মনে করে সাংবাদিকদের সাথে সকল কাজ সম্পন্ন করা যাবে। যে কোন প্রয়োজনে জেলা পরিষদ সাংবাদিকদের পাশে আছে। আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে জেলা পরিষদ পাশে থাকবে। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি তা বাস্তবায়ন করেন। আমরা জনকল্যাণ কাজগুলো করে যাচ্ছি এবং করবো। আমরা মানুষের সেবা নিশ্চিত করছি।

এসময় বক্তব্য রাখেন সিলেট কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও আল ইমরান শোভন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম ও কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন, নির্বাহী সদস্য আলম পলাশ ও নেয়ামত হোসেন।

শুভেচ্ছা ও মতবিনিময় সভার প্রথম পর্ব পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিষদের প্রধান সহকারী মজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০