আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় চাঁদপুরের হাইমচর আলগী দূর্গাপুর ইউনিয়নের কাটখালি মাছঘাটে অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, হামইচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়ালী উল্লাহ, কোস্টগার্ড হাইমচর সিসি মো. মোমিনুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. মতিউর রহমান, খাটাখালি মাছঘাটের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, জেলে প্রতিনিধি মো. ইংরেজ দর্জিসহ দুই শতাধিক জেলে সভয় উপস্থিত ছিলেন।
জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ আহরন, মওজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে।