মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে পৃথকভাবে উপজেলা চত্ত্বর থেকে র্যালীটি দুইটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনাতয়নের আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসের সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেনের উপস্থাপনায় সভায় সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার প্রমুখ।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান মজিব, ইউসুফ প্রধানীয়া সুমন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন ও কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজী, মো. নুরুন্নবী সুমন তপাদার, কাজী মনির হোসেন, মো. বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা ও নাজমুন নাহার ঝুমুসহ অন্যান জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।